আমাদের সম্পর্কে

“আর্টিকেলস” এ আপনাকে স্বাগতম। এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ও অরাজনৈতিক ব্লগ বা ম্যাগাজিন। আর্টিকেলস.কম.বিডি সুলতান আহমাদ কর্তৃক ইমাজিন সফ্‌ট ল্যাব থেকে প্রকাশিত ও প্রচারিত। বর্তমান বিশ্বের যেকোন দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান মোটেও ভালো নয়। হোক তা অর্থনীতিতে, হোক শিক্ষায় কিংবা সমাজ কাঠমোয়। এদেশের স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা মোটামুটি চেষ্টা করে গেলেও সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। অর্থাৎ জাতিগতভাবে আমরা আসলেই উন্নত হতে পারিনি। তার জন্য দায়ী আমরা প্রত্যেকেই। বাঙ্গালি জাতির প্রতিটি অন্তরে জ্ঞানের আলো পৌঁছে দিতে আমাদের ছোট্ট প্রয়াস “আর্টিকেলস”। আমরা কখনও মনে করিনা গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে পরিপূর্ণ শিক্ষা প্রদান করবে। বরং তা একটি অসম্ভব ব্যাপার। আর তাছাড়া জ্ঞানার্জনে পরিপূর্ণতা বলতে কিছুই নেই। “আর্টিকেলস” এর সাহায্যে আমরা চাই বাংলাদেশ ও বিশ্বের প্রতিটি বাঙ্গালির ঘরে ঘরে মানব জীবনের সব বিষয়ের জ্ঞান পৌঁছে যাক। আমাদের রয়েছে জ্ঞানের অন্তত পঞ্চাশেরও অধিক শাখা-প্রশাখা এবং রয়েছে একশোরও বেশি লেখক দেশে এবং বিদেশে। এমনকি আপনিও হতে পারেন একজন গর্বিত লেখক। যত দিন যাবে আমরা জ্ঞানের নতুন নতুন শাখা প্রশাখা “আর্টিকেলস” এ যুক্ত করব ইনশা-আল্লাহ। আমরা আশা করি আমাদের এই মহৎ উদ্দ্যোগে বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই কামনায় “আর্টিকেলস” এর পদযাত্রা। আমাদের শ্লোগান - “জীবনকে সহজ করুন, আবিষ্কার করুন নিজেকে, নিয়মিত পড়ুন আর্টিকেলস.কম.বিডি”।

শুভকামনায় - সম্পাদক, আর্টিকেলস.কম.বিডি।

সম্পাদক ও পরিচালক মন্ডলী

Editor

সুলতান আহমাদ

সম্পাদক ও প্রকাশক
তিনি একজন সত্যান্বেষী, জ্ঞানান্বেষী ও পরিশ্রমী ব্যক্তিত্ব। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি, বনানী ক্যাম্পাস থেকে ইসলামী শিক্ষা বিষয়ে বি.এ. (সম্মান) ও এম.এ. সম্পন্ন করেন। বর্তমানে তিনি ইমাজিন সফ্‌ট ল্যাব এর প্রধান নির্বাহি হিসাবে নিয়মিত সফ্‌টওয়্যার ডেভেলপমেন্ট এ কাজ করছেন। তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে বিগত ২০ বছর ধরে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিয়মিত মানব মনের যাবতীয় বিষয় নিয়ে গবেষনা ও লেখালিখি চালিয়ে যাচ্ছেন।
Ali Akbar

আলী আকবর

নির্বাহী সম্পাদক
তিনি একজন সত্যান্বেষী, জ্ঞানান্বেষী ও পরিশ্রমী ব্যক্তিত্ব। বর্তমানে তিনি জীবিকা নির্বাহের জন্য সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা পরিচালনা করছেন। তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী দেশে ও বিদেশে। পাশাপাশি নিয়মিত মানব মনের যাবতীয় বিষয় নিয়ে গবেষনা ও লেখালিখি চালিয়ে যাচ্ছেন।
Ommay Salma

উম্মে সালমা

অ্যাডমিন
তিনি একজন সত্যান্বেষী, জ্ঞানান্বেষী ও পরিশ্রমী ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি মিরপুর ক্যাম্পাস থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে বি.এ. (সম্মান) সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি বৈদেশিক সংস্থায় কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি একজন গৃহিনী। নিয়মিত মানব মনের যাবতীয় বিষয় নিয়ে গবেষনা ও লেখালিখি তাঁহার অন্যতম শখ।
Omar Faruque

উমর ফারুক

প্রধান নির্বাহী, আর্টিকেলস পাঠক ফোরাম
তিনি একজন সত্যান্বেষী, জ্ঞানান্বেষী ও পরিশ্রমী ব্যক্তিত্ব। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্য বিষয়ে বি.এ. (সম্মান) ও এম.এ. সম্পন্ন করেন। বর্তমানে তিনি আত্মোন্নয়নে নিয়মিত গবেষনায় রত আছেন। পাশাপাশি মানব মনের যাবতীয় বিষয় নিয়ে গবেষনা ও লেখালিখি তাঁহার অন্যতম শখ।

আর্টিকেলস এর সম্মানিত ‍উপদেষ্টা মন্ডলী