আর্টিকেলস লেখক / ব্লগার নীতিমালা

ভূমিকা: আর্টিকেলস একটি সম্পূর্ণ সামাজিক ও ব্যক্তিজীবনের জন্য উন্নয়নমূল অরাজনৈতিক ব্লগ বা ম্যাগাজিন। এই ব্লগের প্রধান উদ্দেশ্য মানব জাতির সেবা করা। সূতরাং আমাদের একান্ত চেষ্টা থাকবে যেন আমাদের প্রতিটি লেখনি মানব জীবনের স্তরে স্তরে কল্যাণ বয়ে আনে। এমন কোন লিখা আমরা প্রকাশ করব না, যা মানবজাতির বর্তমান বা ভবিষ্যতের জন্য অমঙ্গলকর। সূতরাং আমাদের বিশ্বাস আমাদের এই প্রচেষ্টা বাংলা ভাষা-ভাষীদের অন্তরের অন্তস্থলে জায়গা ক’রে নিবে। এই প্রেক্ষিতে আমাদের রয়েছে পঞ্চাশেরও অধিক টপিক বা বিষয়। যার দ্বরূন আমরা মানব জীবনের সবকটি স্তরে আমাদের এই প্রচেষ্টা দ্বারা পৌঁছে যেতে পারব বলে আমাদের বিশ্বাস। প্রয়োজনে আমরা আরও নতুন নতুন বিষয় আমাদের ব্লগ এ যুক্ত করবো। এই প্রচেষ্টার সঠিক বাস্তবায়নে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধা ও মননের সমন্বয় একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি। তাই আমাদের আহ্‌বান আপনি বা আপনার পাশের যে কোন মেধাবী ও লেখনী শক্তি সম্পন্ন যে কেউ হতে পারেন আমাদের এই ম্যাগাজিনের সহযোগী। হতে পারেন নিয়মিত লেখক বা ব্লগার। মনে রাখবেন, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনোকিছু আছে মানব জাতিকে জানানোর, সুযোগের অভাবে হয়তো তা আর জানানো হয়ে উঠেনা। আমরা সেই সুযোগটা আপনাকে দিতে চাই “আর্টিকেলস” এর মাধ্যমে।

নিম্নবর্ণিত নীতিমালা অনুসরণ করে আপনি হয়ে উঠতে পারেন আর্টিকেলস এর একজন দক্ষ ব্লগ লেখক। শুভকামনায়- সম্পাদক, আর্টিকেলস.কম.বিডি।

 “আর্টিকেলস” এ লেখক হওয়ার সাধারণ যোগ্যতা

১। শিক্ষাগত যোগ্যতা - ন্যুনতম বি.এ. (সম্মান) বা তার সমমান। সমমান বলতে শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন দিককে বুঝানো হয়েছে।

২। বাংলাদেশের নাগরিক হতে হবে। তার জন্য বাংলাদেশে অবস্থানের প্রয়োজন নেই।

৩। তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ও ইন্টারনেট এর সাধারণ জ্ঞান জানা আবশ্যক।

৪। নিজস্ব ইমেইল, সোশ্যাল নেটওয়ার্ক আইডেন্টিটি ইত্যাদি থাকা আবশ্যক, যেমন ফেসবুক অ্যাকাউন্ট।

৫। দেশপ্রেমের পাশাপাশি মানবপ্রেম থাকা আবশ্যক।

৬। কোন ফৌজদারী আইনে সাজাপ্রাপ্ত হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

৭। নিম্নবর্ণিত বিষয়াবলির অন্তত যে কোন একটি বিষয়ের উপর নিয়মিত লিখার যোগ্যতা থাকা আবশ্যক।

 “আর্টিকেলস” ব্লগ লিখার নীতিমালা

১। সপ্তাহে অন্তত একটি ব্লগ লেখার যোগ্যতা থাকা আবশ্যক।

২। লিখা অবশ্যই নিম্নবর্ণিত যে কোন টপিক এর উপর হতে হবে। তবে টপিক ভিন্ন হলে তা অন্তর্ভূক্তির প্রস্তাব দেয়া যাবে।

৩। আর্টিকেলস এর ব্লগার পেনেলে সরাসরি লিখা প্রদান করতে হবে, কোন হার্ডকপি গ্রহণযোগ্য নয়।

৪। সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্য কোন ব্লগ বা পোর্টাল থেকে সরাসরি কপি করা যাবেনা। প্রয়োজনে জ্ঞানার্জনের জন্য তা ব্যবহার করা যাবে। তবে আর্টিকেলস এ প্রেরিত লিখা অবশ্যই নিজের গবেষনার ভিত্তিতে হতে হবে।

৫। ব্লগের ভেতরে মতামত ও বিশ্লেষন ছাড়া অন্য যে কোন বিশেষ তথ্য প্রদান করলে তার রেফারেন্স প্রদান করা আবশ্যক। রেফারেন্স হিসেবে যে কোন পোর্টাল, বই বা সোশ্যাল নেটওয়ার্ক আইডি ব্যবহার করা যাবে।

৬। কোন রাজনৈতিক দলের মতাদর্শের সরাসরি বিরুদ্ধে কোন বক্তব্য প্রদান করা যাবে না। তবে রাষ্ট্র ও সমাজের প্রয়োজনে যে কোন ব্যক্তি বা দলের হুবহু বক্তব্যের অনুলিপি প্রদান করা যাবে। সেক্ষেত্রে রেফারেন্স প্রদান করা আবশ্যক।

৭। সমাজ ও রাষ্ট্রবিরোধী কোন বক্তব্য বা মতামত প্রদান করা যাবে না।

৮। কোন ব্যক্তি বা গোষ্ঠির প্রতি প্রতিহিংসা মূলক বা উস্কানিমূলক কোন বক্তব্য প্রদান করা যাবে না।

৯। বক্তব্যে অশালিন কিছু থাকলে তা প্রকাশের যোগ্যতা হারাবে। সকল লিখা শিশুদের জন্যও নিরাপদ হওয়া বাঞ্ছনিয়।

১০। লিখার মধ্যে কোন অ্যাডাল্ট কনটেন্ট বা বক্তব্য বা তার অনুরূপ কিছু থাকলে তা প্রকাশের যোগ্যতা হারাবে।

১১। কোন ধর্মীয় মতের বিরুদ্ধে বা ধর্মীয় ব্যক্তি-গোষ্ঠির বিরুদ্ধে যায় এমন কোন বক্তব্য প্রদান করা যাবে না। তবে শিক্ষার উদ্দেশ্যে বিশ্লেষনমূলক আলোচনা করা যাবে।

১২। জাগরণ ও প্রতিবাদমূলক বক্তব্য প্রদান করা যাবে। তবে তা অবশ্যই বাংলাদেশের আইনকে অনুসরণ করেই প্রদান করতে হবে।

১৩। বাংলাদেশের সংবিধান পরিপন্থী কোন বক্তব্য সরাসরি প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হবে। তবে শিক্ষার উদ্দেশ্যে বিশ্লেষনমূলক মতামত প্রদান করা যাবে।

১৪। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ এবং রেফারেন্স ছাড়া কোন তথ্য প্রদান করা যাবে না।

১৫। সর্বোপরি সকল বক্তব্য শিক্ষা, সম্প্রীতি ও জাগরণ এর উদ্দেশ্যে প্রদান করতে হবে।

 “আর্টিকেলস” এ ব্লগ লিখার বিষয়াবলী

১। অনুপ্রেরণা

২। অলোকিকের লৌকিকতা

৩। অ্যাপস রিভিউ

৪। আধ্যাত্মিক জীবন

৫। আবিস্কার

৬। ইতিহাসের পাতা

৭। উদ্ভাবন

৮। উন্নত চিন্তা

৯। ওয়েবসাইট রিভিউ

১০। কম্পিউটার বিজ্ঞান

১১। কাব্য জগত

১২। কুইজ

১৩। কু’রআনের বাণী

১৪। ক্রিপ্টোকারেন্সি

১৫। গণিতের জগত

১৬। গ্রামীণ জীবন

১৭। চাকুরী ও কর্মজীবন

১৮। ছাত্র জীবন

১৯। টিউটোরিয়াল

২০। ডিভাইস রিভিউ

২১। তথ্য প্রযুক্তি

২২। ধর্ম ও ইসলাম

২৩। নগর জীবন

২৪। নারী জগত

২৫। পরামর্শ ও সতর্কতা

২৬। পারিবারিক জীবন

২৭। প্রতিরোধ ও প্রতিবাদ

২৮। প্রবাস জীবন

২৯। পড়াশোনা

৩০। বহির্বিশ্ব

৩১। বাংলাদেশ ও দেশপ্রেম

৩২। বাণিজ্য ও অর্থনীতি

৩৩। বিজ্ঞান

৩৪। বিশেষজ্ঞের মতামত

৩৫। বুক রিভিউ

৩৬। ভাষা জ্ঞান

৩৭। ভূগোল ও মহাকাশ

৩৮। ভ্রমণ কাহিনী

৩৯। মহামানুষ

৪০। মহৎ জীবন

৪১। মা ও বাবা

৪২। রাষ্ট্র ও রাজনীতি

৪৩। শরীয়াহ্‌ ও মাসআ’লা

৪৪। শেয়ারবাজার

৪৫। শৈশব, কৈশোর ও তারুণ্য

৪৬। সমাজ ও সংস্কৃতি

৪৭। সমাধান ব্যাংক

৪৮। সার্ভিস রিভিউ

৪৯। সৃজনশীলতা

৫০। স্বাস্থ্য ও চিকিৎসা

৫১। স্মার্টফোন রিভিউ

৫২। হাদিসের বাণী

৫৩। সঠিক মনোভাব