আর্টিকেলস পাঠক ফোরাম নীতিমালা
Articles Readers Forum (ARF) Policy

ভূমিকা: আর্টিকেলস একটি সম্পূর্ণ সামাজিক ও ব্যক্তিজীবনের জন্য উন্নয়নমূলক অরাজনৈতিক ব্লগ বা ম্যাগাজিন। এই ব্লগের প্রধান উদ্দেশ্য মানব জাতির সেবা করা। অপরপক্ষে আর্টিকেলস পাঠক ফোরাম একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমূলক সংগঠন। মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে মানুষ জীবন যাপন করতে গিয়ে ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়। এমতাবস্থায় একটি সমাজ মানুষকে ব্যক্তি ও পারিবারিক জীবনের যাবতীয় সমস্যা দূরীকরণে আশ্বাস সহ সমাধান বাতলে দেয়। সেই সমাজের মূল চালিকাশক্তি হল সামাজিক কল্যাণ ভিত্তিক সংগঠন। সংগঠন ছাড়া সমাজের কল্যান কল্পনা করা যায় না। তেমনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সামাজিক উন্নয়নের জন্য একটি দৃষ্টান্তমূলক সহযোগী সংগঠন হিসেবে কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে “আর্টিকেলস পাঠক ফোরাম” (Articles Readers Forum - ARF)। এই সংগঠনের সাহায্যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবনকে সহজ করতে ও সুন্দর সমৃদ্ধ জীবন ব্যবস্থা উপহার দেয়ার লক্ষ্যে সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, সুন্দর, সুশিক্ষিত সমাজ উপহার দেয়ার জন্য প্রতিটি এলাকার কতিপয় মানবপ্রেমী, আত্মত্যাগী, স্বেচ্ছাসেবী, উদ্যমী, শিক্ষানুরাগী ও আশানুরাগী ব্যক্তিবর্গকে আমরা আহবান জানাই। যাদের নিরলস ও স্বেচ্ছাসেবী মনোভাব অত্র সংগঠনকে উত্তরোত্তর সমৃদ্ধির মাধ্যমে সমাজের কল্যাণে উপযুক্ত ভূমিকা রাখবে। আর্টিকেলস এর একজন নিয়মিত পাঠক হিসেবে আপনার প্রতি আমাদের আহবান, আপনি হতে পারেন আর্টিকেলস পাঠক ফোরাম এর একজন গর্বিত সদস্য। হতে পারেন আগামীর সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন গুরুত্বপূর্ণ নাগরিক। হতে পারেন একজন সমাজ সংস্কারক। সমাজের প্রতিটি ঘরে ঘরে আশার আলো জাগানো একজন বীর। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে নিজ হাতে সুন্দরভাবে গড়ে তুলি। আল্লাহ হাফেজ।

বিনীত - প্রধান নির্বাহী, আর্টিকেলস পাঠক ফোরাম।

আর্টিকেলস পাঠক ফোরাম নীতিমালা ও সদস্য হওয়ার যোগ্যতা

articles.com.bd

আর্টিকেলস.কম.বিডি এর একজন নিয়মিত পাঠক হলেই সাধারণত “আর্টিকেলস পাঠক ফোরাম” এর সদস্য হওয়ার যোগ্যতা অর্জন হয়ে যায়। তারপরেও ফোরাম এর নিয়মিত অ্যাক্টিভিস্ট অর্থাৎ সক্রিয় ভূমিকা পালনকারী হিসেবে কিছু বিষয় মাথায় রেখে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হওয়া জরুরী। বিস্তারিত নিয়মাবলী নিম্নে পেশ করা হলো-

১। প্রাথমিকভাবে বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে আর্টিকেলস পাঠক ফোরাম গঠন করা হবে। তদানুযায়ী ঐ এলাকার নাম আর্টিকেলস পাঠক ফোরাম এর পাশে উল্লেখ মোতাবেক ঐ সংগঠনের নামকরণ হবে। যেমন - “আর্টিকেলস পাঠক ফোরাম, চকরিয়া।”।

২। প্রতিটি সংগঠনের একজন আহবায়ক, ২ জন নির্বাহী সদস্য ও অনির্দিষ্ট সংখ্যক সাধারণ সদস্য থাকবে।

৩। প্রতিটি সংগঠনের যাবতীয় কার্যক্রম ও সিদ্ধান্ত সরাসরি আর্টিকেলস পাঠক ফোরাম এর মূল কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হবে।

৪। প্রতি মাসে স্ব স্ব এলাকায় ফোরাম এর আহবায়কের আহবানে একটি সাধারণ সভা পরিচালিত হবে। যেখানে প্রতি মাসের ন্যূনতম সামাজিক কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হবে।

৫। আর্টিকেলস এর যে কোন নিয়মিত পাঠক নিজেকে একজন সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবী হিসেবে বিবেচনা ক’রে আর্টিকেলস পাঠক ফোরাম এর সদস্য হিসেবে নিবন্ধিত হতে পারেন। তবে এর জন্য অনলাইনে ফরম পূরণ করে স্ব স্ব এলাকার আহবায়ক এর অনুমোদন নিতে হবে।

৬। প্রতিটি এলাকার সাধারণ সদস্যদের মধ্য থেকেই বিবেচনা সাপেক্ষে প্রথম বছর আর্টিকেলস পাঠক ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী প্রধান সংগঠনের নির্বাহী পরিষদ গঠন করবেন। এবং পরবর্তীতে স্ব স্ব এলাকায় সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদ গঠন করা হবে।

৭। সদস্য হওয়ার অন্যান্য যোগ্যতা- ক) শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম জেএসসি বা সমমান, খ) স্বেচ্ছাসেবী মনোভাব, গ) প্রতিমাসে একবার সাধারণ সভায় উপস্থিত হওয়ার যোগ্যতা, ঘ) সংগঠন কর্তৃক গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করা ঙ) সমাজের উন্নয়নে নিজের সময়, শ্রম এবং প্রয়োজনে অর্থ (যদি সামর্থ থাকে) বিনিয়োগ করা, চ) বয়স আনুমানিক ১৬ বা তদোর্ধ, ছ) প্রতিদিন অন্তত একবার আর্টিকেলস.কম.বিডি ভিজিট করে অন্তত একটি আর্টিকেল পড়া এবং নতুন নতুন পাঠক সৃষ্টিতে ভূমিকা রাখা।

৮। আর্টিকেলস.কম.বিডি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন সময়ে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করবে। সেই সব প্রকল্প বাস্তবায়নে আর্টিকেলস পাঠক ফোরাম সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।

৯। সমাজ সংস্কার ও সমাজের উন্নয়নে আর্টিকেলস পাঠক ফোরাম এর যে কোন সংগঠনের সদস্যদের মধ্য থেকে সমাজ উন্নয়নের যে কোন প্রস্তাব সবিনয়ে গ্রহণ করা হবে।

১০। আর্টিকেলস পাঠক ফোরাম সর্ববস্থায় রাজনৈতিক যে কোন কার্যকলাপ থেকে বিরত থাকবে এমনকি যে কোন লাভজনক কার্যক্রম থেকেও আর্টিকেলস পাঠক ফোরাম সবসময় বিরত থাকবে।

সমাপ্ত