একই পশু দ্বারা কুরবানি ও আকিকা করা যাবে কি?

সময়: ১০ মার্চ ২০২০, ৩:৪৮ পূর্বাহ্ণ

লেখক:

উৎস: imam.gov.bd

টপিক: 

ট্যাগ: , , ,

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

প্রথম কথা হলো যেকুরবানী ও আক্বীকা দুটোই সুন্নতে মোয়াক্কাদা। তবে দুটোর Functions সম্পূর্ণ ভিন্ন। একটি গরুর মধ্যে কুরবানী ও আক্বীকা দুটোরই একইসঙ্গে নিয়ত করা যেমন অযৌক্তিকঠিক তেমনিভাবে এ জাতীয় আমল কোন সহীহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ফলে আলেম সমাজ একটি গরুতে এ দুটো কাজ একইসঙ্গে পালন করাকে বৈধ মনে করেন না।

*** একটি সদ্য ভূমিষ্ট শিশুর জন্মের ৭ম দিন আক্বীকা করা সর্বোত্তম সুন্নত। ইহা সহীহ হাদিস দ্বারা সাব্যস্ত। ১৫ দিনের মাথায় আক্বীকা করা দূর্বল হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের সমাজগুলোতে গোটা বছরেরও আক্বীকা সম্পাদন না করে কুরবানীর দিনের জন্য সযত্নে রেখে দেয়া হয়!!! তাঁদেরকে কে বুঝাবে ??? আলেমগণ তো স্বয়ং নিজেরাই এ জাতীয় আমল করে থাকেন !!! এক/ দুই বছর পর বা সন্তান জন্মের ৩/৪ মাস পর আক্বীকা করা হলেতা‘ দ্বারা আক্বীকা বিশুদ্ধ হওয়ার কোন সুযোগ নেই । ইহা নিষ্ক্রীয়। তবে মাংস খাওয়াটা হতে পারে সক্রিয় !!!

*** আপনার নবজাত শিশুর ৭ম দিনটি যদি কুরবানীর দিনেও হয়ে থাকে তখনো আলাদাভাবে আক্বীকা সম্পন্ন করা হলো সর্বাধিক উত্তম এবং বিতর্কমুক্ত।

*** আক্বীকার ক্ষেত্রে ভেড়া পূর্ণ এক বছর গরুর ক্ষেত্রে ৪ বছরে প্রবেশ করলে উটের ক্ষেত্রে ৬ বছরে প্রবেশ করলে আক্বীকা সঠিকভাবে আদায় হয়ে যাবে । তবে ল্যাংড়া অসুস্হ ও কান কাটা পশু দ্বারা আক্বীকা আদায় হবেনা ।

*** আক্বীকা ও কুরবানী দুটো একই পশুর মধ্যে বৈধ না হওয়ার আরেকটি কারণ হলো যেজবেহের সময় দুই ধরণের দোয়া পড়ে কুরবানী করার কোন বিধান আজ পর্যন্ত অবতীর্ণ হয়নি । অর্থাৎ এভাবে ভাষাটি ব্যবহার করা ” হে আল্লাহ ! আমার ও আমার পরিবারের পক্ষ থেকে কুরবানী এবং আমার অমুক সন্তানের জন্য আক্বীকা কবুল করুন ।” এ জাতীয় কোন দোয়া হাদিস দ্বারা প্রমাণ করা যাবেনা । সুতরাং দুটোকে একইসঙ্গে না গুলিয়ে ফেলা চায় ।

*** আক্বীকার মাংসকে কুরবানীর ন্যায় তিন ভাগ করার কোন বিধান নেই । বরং বন্ধু বান্ধবদের খাওয়ানোর কথা আছে মাত্র। আমাদের সমাজে এ বিষয়ে আরেকটি প্রথা চালু আছে যেআক্বীকার মাংস নাকি মা- বাবা‘ র জন্য খাওয়া বৈধ নয়!!! এসব ফতওয়ার মুফতি কোন জগত থেকে নাজিল হলো বুঝতে পারিনা ।

*** মোদ্দা কথা হলো যেকুরবানীর সংগে আক্বীকার সংমিশ্রণ না করাটাই উত্তম। আরবদেশগুলোতে এ Culture নেই । আমরা কোত্থেকে এসব আমদানী করি জানিনা । আমরা আমাদের বিদআত কর্মগুলো আরবদেশ সমূহে কখনো রফতানি করতে পারিনি !!! কারণ তাঁরা এসব খাবেন না ।

মন্তব্য লিখুন

আরও পড়ুন

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ২

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ১

ফেব্রুয়ারি ২৭ ২০২৪

Instant Writing Techniques 1

ফেব্রুয়ারি ২২ ২০২৪

আল-কোরআনের অজানা রহস্য – ২

ফেব্রুয়ারি ১৫ ২০২৪

আল-কুরআন এর অজানা রহস্য – ১