আত্মজ্ঞানের ভূমিকা – ১

সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

লেখক:

উৎস: ফেসবুক ওয়াল থেকে

টপিক: , , , , ,

ট্যাগ: 

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

শাকিল জানতে চাইল – গুরুজী …
গুরুজী বললেন – আমকে ‘হুজুর’ বললে মনে হয় তোমার প্রশ্নের যে জবাব দেয়া হবে তাতে অনেক বেশি লোক আগ্রহ দেখাবে। চেষ্টা করে দেখতে পার।
– না গুরুজী, বরং এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার জ্ঞান অধিকাংশ মানুষের দরকারই নেই।
– – সে আবার কী জ্ঞান? আমার মতো সাধারণ একজন মানুষের কাছ থেকে একটু বেশি আশা করে ফেলছ না তো?
– – না, গুরুজী। আপনি বেশি দেবেন কিভাবে? আপনার যা আছে তার এক লক্ষ ভাগের এক ভাগ দেবেন। বেশি টেশি দেয়ার দরকার নেই। আমার কাছে অত বড় ঝুড়িও তো নেই।
– – আমার ব্যাপারে তোমার আত্মবিশ্বাস তো আমাকে আতংকে ফেলে দিচ্ছে। আচ্ছা, তোমার প্রশ্নটা করে ফেল।
– – আমি কে?
– – তুমি কে তা আমি জানব কিভাবে?
– – মানে, আপনি যদি এক বার বলেন “আমি কে?” এবং সেই প্রশ্নের জবাব দিতে শুরু করেন তাহলে সেই বর্ণনাতেই আমার কাজ হবে।
– – আমি কে তা জেনে তোমার লাভ কী?
– – আপনি এমনভাবে কথা বলছেন যেন আমার প্রশ্নটাই ভুল হয়েছে।
– – হয়তো বা ভুল হয় নি। কিন্তু প্রশ্নটা একটু বদলে নিলে আমার উত্তর বুঝতে তোমারই সুবিধা হতো।
– – গুরুজী, তাহলে আপনি ই বলে দিন কিভাবে প্রশ্নটা করব।
– – তোমার জায়গায় আমি হলে আমি প্রশ্ন করতাম – আমি কী?
– – আহ! মনে হয় আপনি প্রশ্ন করেন নি, উত্তর দিতে শুরু করেছেন।
– – এবং আমি হয়তো ওটাও নয়, আরও ভিন্ন একটা প্রশ করতাম। আমি বলতাম – আমি মানে কী?
(চলবে…)

মন্তব্য লিখুন

একই বিভাগে আরও

আত্মজ্ঞানের ভূমিকা – ২

আল-কোরআনের অজানা রহস্য – ২

আল-কুরআন এর অজানা রহস্য – ১

ভালোবাসার শানে নুজুল

আরও পড়ুন

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ২

ফেব্রুয়ারি ২৭ ২০২৪

Instant Writing Techniques 1

ফেব্রুয়ারি ২২ ২০২৪

আল-কোরআনের অজানা রহস্য – ২

ফেব্রুয়ারি ১৫ ২০২৪

আল-কুরআন এর অজানা রহস্য – ১