এইখানে এসে কবিতা গুলো হার মেনে যায়

সময়: ১১ মে ২০১৯, ১:৩৯ অপরাহ্ণ

লেখক:

উৎস: নিজস্ব রচনা

টপিক: 

ট্যাগ: 

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

দিনের শেষে কিছু গল্প

কবিতা হয়ে যায়
রাতের আধারে কিছু

কবিতা গল্প হয়ে যায়
জীবনের সায়াহ্ন বেলায়

সমস্ত গল্প গুলো আর

ইতিহাস জড়িয়ে উপন্যাস

হয়ে বাঁচতে ইচ্ছে হয়

অনন্তকাল –
নিঃস্বঙ্গ বাস্তবতায়
সপেদ দেয়ালের সাথে
বলে যায় কথা
দেয়ালের কথা

দেয়ালে

বুঝে মানুষের কথা মানুষে
মনুষ্যত্বের তীব্র সংকটে

যত্রতত্র মানবতা কাঁদে
প্রাণের ভেতরে যবে

প্রাণের অভাব দেখা যায়
বস্তু গুলো বলে যায় কথা

তাঁর নিরব ভাষায়
প্রকৃতির সনে মিলেমিশে

একাকার হয়ে !

ভোরের আলোতে কাচের

জানালায় আলোর
দ্বীপ্ততায়
নব্য ঝিলিকের রঙিন

প্রান্ত সীমানায়
পুড়ে যাওয়া হৃদয়ে

খানিক শীতল বাতাস বয়ে

যায়
পুরো দেহের ভেতরে

অন্য রকম অনুভূতি
জাগ্রত
হয় –

বিস্মৃত হয়ে যায় কত দ্রুত

সোনালী সময় গুলো
হৃদয়ের এক কোনে কড়া

নেড়ে ডেকে যায়

অনবরত ফেলে আসা

মুহূর্ত গুলোকে ফিরে
পাওয়ার প্রত্যাশায় —-
এই খানে এসে কবিতা

গুলো হার মেনে যায়
গল্প গুলো চিরতরে নিলীন

হয়ে যায়
এই খানে এসেই জীবন

তরী থমকে
দাঁড়ায়!!!

মায়ের গল্পের ইতিকথা

শুনিনা আমি বহু যুগ
বেদনার্ত সেই কথা গুলো

আজও কড়া নাড়ে
স্মৃতির বারান্দায়
অথচ ভুলিনি কিছুই

আমি, কিন্তু স্মৃতি গুলো
চিরতরে বিয়োগ করে

দিয়েছে আমায়-

এইখানে এসেই কবিতা

গুলো হয়ে যায় বাকরুদ্ধ
গল্প গুলো নিস্তব্ধ
এইখানে এসেই কবি তার

কবিতায় ছন্দ হারায়
এইখানে এসেই ঔপন্যাসিক তার চরিত্র

মেলাতে হিমসিম খায়!!!

—– তরী

মন্তব্য লিখুন

একই বিভাগে আরও

রক্ত ঝরছে…

এই শহরে

রাত্রি শেষে…..

নিশ্চুপ রইবে আর কতকাল

শুনি আমি পৈশাচিক কলরব

ব্যথিতদের কবিতা

বাংলাদেশ

শহীদের মা

আপন সত্তা

“আমি”

মন্ত্র

আরও পড়ুন

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ২

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ১

ফেব্রুয়ারি ২৭ ২০২৪

Instant Writing Techniques 1

ফেব্রুয়ারি ২২ ২০২৪

আল-কোরআনের অজানা রহস্য – ২

ফেব্রুয়ারি ১৫ ২০২৪

আল-কুরআন এর অজানা রহস্য – ১