ছারপোকার অভিযোগ [রূপক কবিতা]

সময়: ২৩ এপ্রিল ২০১৯, ১২:২৬ অপরাহ্ণ

লেখক:

উৎস: 

টপিক: 

ট্যাগ: 

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

রক্ত চুষে খাবো অনবরত

শোকের গান গেয়ে যা

তোরা

রাতের আধারে নেমে

আসি – তাণ্ডব চালাতে

সে এক ভয়ংকর তাণ্ডব-

কাওরে ছাড়িনা –

মৃত মানব গুলো বুঝবেনা

কি নারী কি পুরুষ এইসব

ভাবতে গেলে রক্ত খাওয়া

হবেনা

রক্ত ছাড়া আমি বাঁচতে

পারিনা———–

তোরা রক্ত পিপাসু বলতে

পারিস আমায়

বলতে পারিস আমি

বেহায়া বিরক্তিকর

কিংবা নির্লজ্জ নিশিতের

ঘুম কেড়ে নেওয়া

অযাচিত এক প্রাণ

তোরা আমার নাম

দিয়েছিস ছারপোকা

আমি অভিযোগ করিনি

করিনি কোনো মিছিল

মিটি মানব বন্ধন কিংবা

আন্দোলন সংগ্রাম —————-

তবুও আমি ছারপোকা ——

তোদের বিবেকের দ্বার

কবে উন্মুক্ত হইবেরে বাপু ??

আমার চেয়েও এক

ভয়ংকর ছারপোকার

হিংস্র থাবায়

তোদের শৈশব কৈশোর

যৌবন চলে যায়

প্রজন্মের পর প্রজন্ম পথ

হারা হয়ে নির্ভীগ্নে

ধ্বংস করছে তোদের

এইকাল সেইকাল

এই গণতন্ত্র পূজারি এই

ব্যক্তি পূজারি

এই কুফরি সংস্কৃতি

আমার চেয়েও সহস্র গুন

ক্ষতিকর ছারপোকা ——-

বিশ্বাস কর ভাই আমি

তো কেবলই রক্ত খাই

আমি তো কাওকে হত্যা

করিনা

নারীদের অপদস্ত করিনা

আমি তো কেবলই রক্ত

খাই

তোরা ছারপোকা চিনিস

কিন্তু ওদেরে চিনিসনা –

ছিহ! ছিহ! লজ্জায় আমি

বিস্মিত

তোরা বিশ্বাস বিকিয়ে দিস

খুব কম দামে অবলীলায়

তীব্র প্রতিবাদ বিহীন ———–

তাকিয়ে দেখ তোদের

চারপাশে আমার চেয়েও

ভয়ংকর ছারপোকার

বসবাস

ওরাও তোদের মতোই

আকৃতির

আমি রাতের আধারে

কতোটকুই বা রক্ত চুষি

ওরা তো প্রকাশ্য

দিবালোকে রাস্তা ঘাটে

রক্ত ঝরায় অজস্র

মানবতার —-

তোদের বিবেকের

আদালত কি রায় দেয়

আমি ছারপোকা নাকি

ওরা…..? —

ত রী ২২.০৪.১৯

মন্তব্য লিখুন

একই বিভাগে আরও

রক্ত ঝরছে…

এই শহরে

রাত্রি শেষে…..

নিশ্চুপ রইবে আর কতকাল

শুনি আমি পৈশাচিক কলরব

ব্যথিতদের কবিতা

বাংলাদেশ

শহীদের মা

আপন সত্তা

“আমি”

মন্ত্র

আরও পড়ুন

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ২

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ১

ফেব্রুয়ারি ২৭ ২০২৪

Instant Writing Techniques 1

ফেব্রুয়ারি ২২ ২০২৪

আল-কোরআনের অজানা রহস্য – ২

ফেব্রুয়ারি ১৫ ২০২৪

আল-কুরআন এর অজানা রহস্য – ১