পৃথিবী, নারী ও আমার বেঁচে থাকা।

সময়: ০৪ আগস্ট ২০১৯, ২:১৯ অপরাহ্ণ

লেখক:

উৎস: স্বরচিত

টপিক: 

ট্যাগ: 

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

চৌকাঠ পেরিয়ে বেরিয়ে

যাওয়ার পথে ফিরে

দেখেছিলাম দগ্ধ পৃথিবী।

কথা ছিলো নদী পথে

পাড়ি দিব,আকাশ ছোঁবে হৃদয়।

জৈবিক এই পাঠশালায় আমরা

প্রতিনিয়ত পানকৌড়ির উপনিবেশ।

নারীর ঋতু-বসন্তে জেগে উঠে উর্বশী মন।

নদী উর্বর মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ে

বেয়ে যেতে যেতে ভুলে যায় পথের আকার।

অথচ আমি নদীও নয়,নারীও না।

এই জন্মান্ধ পৃথিবীর ইতিহাসে

কেবল পুরুষের পৌরাণিক উপনিবেশে

বেঁচে রয়েছি কালের প্রয়োজনে।

১৭-০৪-১৯ইং

মন্তব্য লিখুন

একই বিভাগে আরও

আরও পড়ুন

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ২

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ১

ফেব্রুয়ারি ২৭ ২০২৪

Instant Writing Techniques 1

ফেব্রুয়ারি ২২ ২০২৪

আল-কোরআনের অজানা রহস্য – ২

ফেব্রুয়ারি ১৫ ২০২৪

আল-কুরআন এর অজানা রহস্য – ১