কিছু কথা তিক্ত হলেও লিখতে হয়

সময়: ১২ জুলাই ২০১৯, ১:৩৪ পূর্বাহ্ণ

লেখক:

উৎস: স্বরচিত

টপিক: 

ট্যাগ: 

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

আচ্ছা মানলাম, সৌন্দর্য তুমি কিংবা তোমাদের অধিকার কিন্তু এই সৌন্দর্য বেহায়ার মতো জনে জনে প্রদর্শনের অধিকার তোমাদেরকে কে প্রদান করেছে?? তোমাদের পরিহিত আঁটসাঁট পোশাক যে শত শত যুবককে ইভটিজিং এর প্রতি প্রবল ভাবে উৎসাহিত করে তা কি তোমরা কখনো ভেবে দেখেছো?? তোমরাই যে শত শত নারীদের ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার জন্য পরোক্ষ ভাবে দায়ী, এই বিষয়টা কি কখনো তোমাদের দরজায় কড়া নেড়েছে? জানি নাড়ায়নি। কারণ তোমরা সেই সব অসভ্য নারীবাদীদের কবলে পড়ে নিজেদেরকে প্রদর্শন করতেছো, যারা কিনা ইহুদী খ্রিষ্টান তথা কাফের মুশরিকদের হয়ে তোমাদেরকে ব্যবসায়ীক পণ্য হিসেবে জাতির সামনে নির্লজ্জ ভাবে উপস্থাপন করতেছে যা তোমরা স্বাভাবিক চিন্তা থেকে অনুধাবন করতে পারতেছোনা। এইসব নারীবাদীরা তাদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ভালোর মুখোশ পড়ে তোমাদের সুকৌশলে ব্রেইন ওয়াসড করে দিয়েছে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। তোমাদের হয়তো ধারণাই নেই, এইসব নারীবাদীরা তোমাদেরকে পশুত্বের চেয়েও নিচে নামিয়ে
দেয়ার ফলাফল স্বরুপ লক্ষ লক্ষ টাকার ইনাম পাচ্ছে পশ্চিমাদের কাছ থেকে। তোমরা তো মিডিয়ার সামনে প্রকাশিত জাঁকজমকের আয়নায় নিজেদেরকে অনেক স্বাধীনচেতা হিসেবে প্রকাশ করার জন্য উঠেপড়ে লেগেছো অথচ এই মিডিয়ার পেছনে অনেক অনেক কালো অধ্যায় আছে যা তোমাদের থেকে হাইড রাখা হয়। বিশ্বাস করো এটাই নির্মম বাস্তবতা। যখন অর্ধ নগ্ন নারী বিলবোর্ড এর পর্দায় নিজেকে উৎসর্গ করে লক্ষ লক্ষ নারীকে দাওয়াত করছে, দেখিয়ে দাও অদেখা তোমায় ” তখন কি তোমরা খানিক বারের জন্যেও চিন্তা করে দেখোনা যে একজন নারীর জন্য তার শ্রেষ্ঠ সম্পদ নিজের সতীত্ব। সেই সতীত্বকে জনে জনে প্রকাশ করে দেয়ার জন্যই পশ্চিমারা বিভিন্ন পণ্যের এডের আড়ালে তোমাদের ইজ্জত আভ্রু নিয়ে নির্মম খেল খেলছে। শুনো নারীরা তোমাদের বলছি – মিডিয়ার ঝকঝকে তকতকে এড দেখে অতি উৎসাহি হয়ে নিজেদের চলাফেরায় নির্লজ্জ হইয়োনা। তোমাদের এই নির্লজ্জতার হিসেব একদিন খোদা তায়ালার কাছে দিতে হবে। তোমার প্রতিটি অবৈধ কাজের হিসেবও লিখে রাখা হচ্ছে। শুনো নারী তোমাকে বলছি
তোমার কারণে যে সব যুবকেরা খারাপ কাজে উৎসাহিত হচ্ছে সেইসব খারাপ কাজের জন্য কোনো এঙ্গেল থেকে তোমার ভূমিকা আছে কিনা তাও একবার ভেবে নিও!
ও একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি , তোমার সৌন্দর্যটা তোমার স্বামীর জন্য ঢেকে রাখো। তাতে সৌন্দর্য বাড়বে বৈ কমবেনা। আর তোমার এই সৌন্দর্য উপভোগের অধিকার শহুর কিংবা গ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়ানো বখাটের জন্যে না, বরং তোমার এই সৌন্দর্য উপভোগের অধিকার একমাত্র তোমার বৈধ স্বামীর।
— ত রী

মন্তব্য লিখুন

আরও পড়ুন

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ২

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ১

ফেব্রুয়ারি ২৭ ২০২৪

Instant Writing Techniques 1

ফেব্রুয়ারি ২২ ২০২৪

আল-কোরআনের অজানা রহস্য – ২

ফেব্রুয়ারি ১৫ ২০২৪

আল-কুরআন এর অজানা রহস্য – ১