You Never Know What Allah Have In-Line for You in Life

সময়: ০১ আগস্ট ২০১৮, ১১:১৫ পূর্বাহ্ণ

লেখক:

উৎস: ফেসবুকের ওয়াল থেকে

টপিক: , , , ,

ট্যাগ: 

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

সময় খুব আজব জিনিষ জানেন? কারও হাতে অনেক আছে আবার কারও খুব কম। মাঝে মাঝে হয়তো মনে হয় “কি করলাম এই জীবনে? কিছুইতো অর্জন করলামনা। “ অন্য অনেকেই হয়তো আপনাকে পাশ কাটিয়ে অনেক এগিয়ে গেছে, সফল হয়েছে … বয়স হয়ে যাচ্ছে কিন্তু সেই সফলতার দেখা এখনও মেলেনি। জীবনকে কি কখনও অর্থহীন বলে মনে হয় আপনার কাছে? দাড়ান !! হাল ছাড়বেন না ! এতো তাড়াতাড়ি হবার কোনও কারন একেবারেই নেই ।

যদি আপনার মনে সংশয় থেকে থাকে তাহলে এই উদাহরন গুলোর কথা একটু ভেবে দেখুন … ওবামা প্রেসিডেন্ট হিসেবে অবসর গ্রহন করেন ৫৫ বছর বয়সে কিন্তু রোনাল্ড রেগান ৬৯ বছর বয়সে প্রেসিডেন্ট এর দায়িত্ব শুরু করেন। কেউ ২২ বছর বয়সে পড়ালেখা শেষ করার পর অনেক চেষ্টা করেও পরের ৫ বছরে একটা ভাল চাকরি জোগাড় করতে পারেনা আবার, কেউ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী শেষ করবার আগেই পেয়ে যায় চাকুরীর সুযোগ।

কেউ একজন ২৫ বছর বয়সেই কম্পানির সি ই ও হয়ে মাত্র ৫০ বছর বয়সে মারা যায় আবার, কেউ ৫০ বছর বয়সে সি ই ও হয়ে ৯০ বছর পর্যন্ত বেঁচে থাকে। কেউ অনেক বয়স হবার পরেও বিয়ে করবার সুযোগ পায়নি আবার, কেউ অল্প বয়সে বিয়ে করে ছেলে-মেয়ে নিয়ে সংসার গুছিয়ে বসে আছে। পৃথিবীর সবাই তাদের জন্য বেঁধে দেওয়া সময়ের আবর্তেই চলছে। আপনার হয়ত মনে হচ্ছে যে কেউ আপনার থেকে এগিয়ে কিংবা পিছিয়ে আছে কিন্তু আসলে সবাই তাদের নিজস্ব সময় সীমার আবর্তে রয়েছে। তারা রয়েছে তাদের সময় সীমায় আর, আপনার জন্য রয়েছে আপনার সময়সীমা। সময়ের কারিশমা আর মহাকালের খেলা আমাদের ধারনার অনেক বাইরে … এখানে চাই বিশ্বাস আর দূরদর্শিতা ।

যদি ভেবে থাকেন আপনার প্রতিভার মূল্য কেউ জানে না কিংবা, আপনার সম্ভবনাকে কেউ কাজে লাগায় না তাহলে ভুল করবেন । পরম করুনাময় খুব ভালভাবেই জানেন আপনার প্রতিভা, তিনি পরিস্কার দেখতে পারেন আপনার অপার সম্ভাবনা। তিনি জানেন কোন জিনিষ আপনার জন্য মঙ্গলকর এবং কোন সময়ে সেটা আপনার জন্য প্রযোজ্য। আপনি হয়ত বুঝতে পারছেন না কেন আপনি এখনকার এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু, মনে রাখবেন আপনার জীবনের নিয়ন্ত্রনের দায়ীত্বে রয়েছেন পরম করুনাময় আল্লাহ তায়ালা … আপনার জীবনের জন্য তাঁর রয়েছে সুনির্দিষ্ট প্লান ।

তিনি জানেন মহাকালের খেলা। আপনার উজ্জ্বল দিনগুলো ঠিক সময়মতই আসবে আপনার কাছে । জীবন হচ্ছে আশায় বুক বেধে সেই সময়ের অপেক্ষা করা আর অক্লান্ত ভাবে চেষ্টা করে যাওয়া। কাজেই রিলাক্স !! আপনি পিছিয়ে নেই বরং, একেবারেই যথাযত সময়েই চলছে আপনার জীবন। স্বপ্নকে বাঁচিয়ে রাখুন আর হাল ছাড়বেন না কোনও অবস্থাতেই। আপনার সামনের উজ্জ্বল দিনগুলোর জন্য শুভ কামনা রইল।

মন্তব্য লিখুন

একই বিভাগে আরও

আত্মজ্ঞানের ভূমিকা – ২

আত্মজ্ঞানের ভূমিকা – ১

আল-কোরআনের অজানা রহস্য – ২

ভালোবাসার শানে নুজুল

আরও পড়ুন

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ২

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ১

ফেব্রুয়ারি ২৭ ২০২৪

Instant Writing Techniques 1

ফেব্রুয়ারি ২২ ২০২৪

আল-কোরআনের অজানা রহস্য – ২

ফেব্রুয়ারি ১৫ ২০২৪

আল-কুরআন এর অজানা রহস্য – ১