দুঃখ পেলেও খুশি হলাম জেনে

সময়: ০১ আগস্ট ২০১৮, ১০:৫২ পূর্বাহ্ণ

লেখক:

উৎস: ফেসবুকের ওয়াল থেকে

টপিক: , , ,

ট্যাগ: 

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

আমার দুইটা বই যখন প্রকাশিত হয়েছিল তখন প্রথম দিকে একেবারেই বিক্রি হচ্ছিলনা । অনেক নেটওয়ার্ক করতে হয়েছিল । বউ হেসে বলেছিল “আসলে তুমি চাও কি? যে হারে বই যাচ্ছে তাতে তো কোনও আশা দেখছিনা। পয়সা যে এখান থেকে আসবেনা তা তো বুঝতেই পেরেছ। লেখক হিসেবে তোমার সফলতা কখন বুঝবে?” সেই দিনটিতে আমরা পুরো পরিবার গাড়িতে বসে কোথাও যাচ্ছিলাম … ঠিক ওই মুহুর্তে আমাদের গাড়িটা গুলসান ২ নম্বর চক্করে এসে দাড়িয়েছে … হটাৎ করে দেখি জানালার দুই ধারে দুই জন হকার বিখ্যাত সব লেখকদের নামকরা বই বিক্রির জন্য নিয়ে এসেছে। মেয়ে প্রশ্ন করলো, “বাবা, এত সস্তায় এই Best Seller বইগুলো কিভাবে দেয়? আমি বললাম মা, এগুলো কপি করা (নকল) বই … বউ এর দিকে তাকিয়ে বললাম, “যেদিন আমি আমার বই এর নকল এদের হাতে দেখব তখন বুঝতে পারব কতটা সফল হয়েছি লেখক হিসেবে” কারন তারা যার-তার বই নকল করেনা। বউ মুচকি হেসেছিল … সময় বদলেছে আজ … চতুর্থ প্রকাশনীর সব গুলো বইও শেষ হয়ে গেছে । যেই দোকান গুলোয় বই ছিল তারা নতুন ডিমান্ড দিচ্ছে … English আর বাংলার গন্ডি পেড়িয়ে Spanish ভাষায় প্রকাশনার প্রস্তুতি সম্পন্ন দক্ষিন আমেরিকার পাঠকদের জন্য। ঢাকার বাজারে আমার এখন কোনও বই নেই কারন নতুন আঙ্গিকে আরও দুইটা নতুন বই এর সাথে আবার ফিরে আসার ব্যবস্থা করছি । ২-৩ দিন আগে দেখলাম আমার কিছু ফ্যান আমার মেসেঞ্জারে আমার বই এর ছবি পাঠিয়ে লিখেছে “এইমাত্র কিনলাম” … আমিতো অবাক!! প্রকাশক এর সাথে কথা বলে জানলাম কোনও নতুন বই প্রিন্ট হয় নাই … পরে বিস্বস্ত সূত্রে খবর পেলাম যে, কয়েকদিন আগের একটি মহা সম্মেলনে আমার অনেক গুলো বই (অবশ্যই কপি করা) নাকি “গরম পিঠা” বা Hot Cake এর মত বিক্রি করছে কেউ। মান্না দে এর সেই গানের কলি মনে বেঁজে উঠলো, “আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে” … আমাদের দেশে কপি রাইট রক্ষা করা অনেক কঠিন … তবে আমার মনে অন্য চিন্তা … হোকনা এভাবেই প্রচার। কিছু মানুষ পয়সা বানাক … আমারো হোক প্রচার। বইটা যে নকল করার যোগ্যতা পেয়েছে তাতেই আমি খুশি। হয়তো খুব তারাতারিই আমার বই দেখতে পাব ঢাকার মোড়ে মোড়ে … ক্ষমা চাই, দোয়াও চাই। মনের সুখে কবিতা লিখে ফেললাম … “চালাও কপি, বানাও কিতাব, বিক্রি কর জোরে … পড়বে যত, জানবে ততো, বইটি আমার পড়ে। হোকনা নকল, নেইকো ধকল, পড়ুক না লোক জনে … পড়লে সেলিং, হবে ট্রেনিং, সফল জনে জনে … হয় যদি মোর নামের প্রচার, কিসের অপরাধ ? আয় যদি হয় কিছু লোকের, নেইকো অপবাদ।“

মন্তব্য লিখুন

একই বিভাগে আরও

আত্মজ্ঞানের ভূমিকা – ২

আত্মজ্ঞানের ভূমিকা – ১

ভালোবাসার শানে নুজুল

নাস্তিকের মনস্তত্ত্ব – ১

বই

আরও পড়ুন

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ২

ফেব্রুয়ারি ২৯ ২০২৪

আত্মজ্ঞানের ভূমিকা – ১

ফেব্রুয়ারি ২৭ ২০২৪

Instant Writing Techniques 1

ফেব্রুয়ারি ২২ ২০২৪

আল-কোরআনের অজানা রহস্য – ২

ফেব্রুয়ারি ১৫ ২০২৪

আল-কুরআন এর অজানা রহস্য – ১